
নিজস্ব প্রতিবেদক : হেঁয়াকো,দাঁতমারা হোসেনেরখীল,ইসলামপুর,সেল্ফিরোড,ও সিকদারখীলের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ারের অভিযান একের পর এক সফলতা অর্জন করে চলেছে। এলাকার প্রায় মাদক ব্যবসায়ী তার অভিযানে গ্রেফতার হয়ে এখন কারাবন্দী। এ অভিযানের ধারাবাহিকতায় ৫১০ পিছ ইয়াবাসহ ১ মাদকসম্রাটকে আটক করেছে এস আই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। ১৬ অক্টোবর বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২ নং দাঁতমারা ইউনিয়নের ইসলামপুরের মৃত তোফায়েল আহাম্মদ পুত্র মাদকসম্রাট কাশেম নিজামী(৪০)কে ৫১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য একলক্ষ তিপ্পান্ন হাজার টাকা। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার জানিয়েছেন আটককৃত কাশেম নিজামী ওরফে নিজামী কাশেম এর বিরুদ্ধে ১টি হত্যা মামলা,১টি মাদক মামলা, ১টি মারামারি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে ভূজপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply